লক্ষ্মীপুরে জোর পূর্বক প্রবাসীর জমি দখল

লক্ষ্মীপুরে জোর পূর্বক প্রবাসীর জমি দখল


লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী  বাচ্চু মিয়া  (৪৫) নামে এক ব্যক্তির জমি দখলের  অভিযোগ উঠেছে প্রতিবেশী দেলোয়ার (৩০)  বিরুদ্ধে।


রায়পুর  ৫ নং চরপাতা ইউনিয়নের  (০২ নম্বর ওয়ার্ড) এর সাকিনের রাড়ি বাড়ির  পশ্চিমে ১০ শতাংশ  জমি  দখলের  ঘটনা ঘটে।
এর আগে এই গঠনাকে কেন্দ্র করে গত রবিবার (৩১ ডিসেম্বর)   থানায় অভিযোগ করেন প্রবাসীর ভাগিনা মোঃ রুহুল আমিন। 
অভিযোগে জানা যায়,  বাচ্চু মিয়া প্রবাসে থাকায় ভাগিনা রুহুল আমিন জমির দেখাশুনা করেন। জমির মালিক দেশে না থাকায় এই সুযোগে  প্রতিবেশী  দেলোয়ার ,  মাসুদ,  আনোয়ার বেগম,  হাজেরা বেগম জোর করে তাদের আর.এস. ২২৬৪ দাগের ১০ শতাংশ ও ২২৪৫ দাগের ২৮ শতাংশ জায়গা দখলে নিয়ে নেয়।সেখানে প্রবাসীর ভাগিনা জমি দখলে বাঁধা দিতে গেলে তারা তাকে মেরে ফেলার হুমকি ধমকি দেয়। প্রতিবাদ করলে তাকে মারার জন্য তেড়ে আসে। এলাকার লোকজন তাকে উদ্ধার করলেও বিভিন্ন ভয় ভীতি দেখায় বলেও অভিযোগে জানানো হয়।

প্রবাসী বাচ্চু মিয়া বলেন, দেলোয়ার সন্ত্রাস বাহিনী এনে এই জমি দখল  করে রেখেছে। জমিতে কেউ আসলে প্রয়োজনে লাশ ফেলে দিবে । প্রশাসন, সাংবাদিক আসলেও তাই হবে বলে জানায় তারা। আমাকে কল করে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে।আমি দেশে আসলে খুন করবে বলে জানায় তারা।

অভিযুক্ত দেলোয়ারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার মোবাইল করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই বিষয় ৫ নং চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ ফেলে ব্যবস্থা নিবো।

 রায়পুর থানার ওসি ইয়াসিন মজুমদার বলেন, এই বিষয় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।