নিকলীতে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচি
মোঃ হাবিব মিয়া, নিকলী (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জ নিকলীতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ আগষ্ট ২০২৩ সকাল ১০টায় নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে , উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।বেলা সারে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা ও শহীদ শেখ কামালের বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউডিএফ দুর্গারানী সাহা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতিলতা বর্মন, নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান, দেখলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাক্তার সজীব ঘোষ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যাপক দীপক কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু হানিফ, উপজেলা প্রকৌশলীক কর্মকর্তা শামসুল হক রাকিব, নিকলী জি সি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।