অসুস্থ সাংবাদিককে দেখতে স্থানীয় সাংসদ নুরুল ইসলাম নাহিদ
শনিবার, ১৩ মে, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও বিয়ানীবাজার প্রেসক্লাব সদস্য, এম এ ওমর হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিন যাব চিকিৎসাধীন থাকায়, বৃহস্পতিবার ১১ মে অসুস্থ সাংবাদিকের খোঁজখবর নিতে তাঁর নিজ বাড়ী পণ্ডিতপাড়ায় যান, স্থানীয় সাংসদ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসময় সাথে ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সহ-সভাপতি সালেহ আহমদ বাবুল, সিনিয়র সাংবাদিক এম হাসানুল হক উজ্জ্বল, এসময় সাংসদ অসুস্থ সাংবাদিকের শারীরিকসহ বিভিন্ন বিষয়ের খবরা-খবর নেন।