সেতু রক্ষার দাবিতে আগামীকাল শনিবার কুলাউড়ায় মানববন্ধন

সেতু রক্ষার দাবিতে আগামীকাল শনিবার কুলাউড়ায় মানববন্ধন

ইঞ্জি: মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি:


 ‘রাজাপুর সেতু’ এলাকায় মানববন্ধনের ডাক দিয়েছে ৩ ইউনিয়নবাসী। এদিন সকাল ১০টায় হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের অন্যতম নেতা মোঃফয়জুর রহমানএ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজাপুর সড়ক সেতু সংলগ্ন এলাকা থেকে বালুমহাল ইজারা স্থায়ীভাবে বন্ধ করা, সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা এবং রাজাপুর ও ধলিয়া বেড়িবাঁধের কাজের অগ্রগতির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

দীর্ঘদিনের অবহেলিত দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী এলাকাবাসীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে উপস্থিত হয়ে সফল করার আহবান জানান।

তিনি আরও জানান, প্রায় ৪ বছর আগে সেতুর নির্মাণকাজ শেষ হলেও উভয় পাশের সংযোগ সড়ক এখনও পর্যন্ত নির্মিত না হওয়ায় ৩ ইউনিয়নের বাসিন্দারা উপজেলার সাথে যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

৩৪ কোটি টাকায় নির্মিত সেতুটি চালু হওয়ার আগেই বালু মহালদাররা সেতু সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের কারণে বর্তমানে সেতুটি ধসে যাওয়ার আশঙ্কায় রয়েছে।