বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মোফাজ্জল হোসেন ঃ


 মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে  উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে জড়ো হওয়ার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 এ সময়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল্লাহ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,


 শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা,সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। 


আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম  মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, প্রচার সম্পাদক আলী আজম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি, সদস্য সচিব এমদাদুল হক  রজিন,উপজেলা ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ইমন,  শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাঃ নুর ইসলাম বেপারী, পাটাভোগের সভাপতি সিরাজ তালুকদার,রাঢ়ীখালের সভাপতি শহিদুল ইসলাম, সাঃ সম্পাদক সোলাইমান, বীরতারা ইউনিয়নের বিএনপির সভাপতি স্বাধীন মোল্লা,সাধারণ সম্পাদক ইসরাফিল আলম, আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান, যুবদলের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল, বিএনপির নেতা ওসমান গনি মাঝি, নূর ইসলাম মাদবর  আবুল বাশার, সাখাওয়াত হোসেন, সুজনসহ  ১৪ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

এর পর বেলা ১১ টার দিকে শ্রীনগর স্টেডিয়াম থেকে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে  র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।