শ্রীনগরে অভিযান পরিচালনা করে  অবৈধ হাউজিং ও বিলবোর্ড   অপসারণ

শ্রীনগরে অভিযান পরিচালনা করে অবৈধ হাউজিং ও বিলবোর্ড অপসারণ

মোফাজ্জল হোসেন ঃ 


গত ১৯ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী   শ্রীনগর উপজেলায় অবৈধ ভাবে জমি ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্রীনগর সদর, পাটাভোগ ও ষোলঘর ইউনিয়নের বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। 



এছাড়া দিনব্যাপী অভিযানে ষোলঘর, হাসাড়া ও আটপাড়া ইউনিয়নের বিভিন্ন অবৈধ হাউজিং এর প্রায় অর্ধশত বিলবোর্ড অপসারণ করা হয়।

এ অভিযান পরিচালনা করে শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের হাবিবের নেতৃত্বে। 

মোঃ জুবায়ের হাবিব বলেন এই অভিযান চলমান থাকবে।