আত্মপ্রকাশ ঘটতে চলেছে জিগীষা মানবিক পার্টি
বিশেষ প্রতিনিধি:
সাংবাদিক নূর হোসাইন এর নেতৃত্বে শীঘ্রই আত্মপ্রকাশ ঘটতে চলেছে জিগীষা মানবিক পার্টি নামে একটি রাজনৈতিক সংগঠন , এরই মধ্যে সংগঠন গঠনের লক্ষ্য অনুযায়ী প্রায় ১০ মাস আগে থেকে জিগীষা মানবিক পার্টি নামে একটি ফেসবুক আইডি খুলে প্রচার - প্রচারণা চালাচ্ছেন সংগঠনের এই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন । জানা যায় সংগঠনের মূল নীতি থাকবে সামাজিক ন্যায় বিচার, সাম্য, সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা সহ সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত রাখা । জানা যায় সাংবাদিক নূর হোসাইন ২০০৮ সাল থেকে জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে অনুমোদন নিয়ে যার নং এস- ৭৩৯২ (৫৮১) ০৮ অসহায় মহিলা ও শিশুদের আইনজীবীর মাধ্যমে আইনি সহায়তা দিয়ে আসছেন , তার সংগঠনের আইনজীবী হিসেবে হয়েছে এডভোকেট মো: সিদ্দিকুর রহমান সহ আরো কয়েকজন আইনজীবী ।
সাংবাদিক নূর হোসাইন জানান- মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে - জিগীষা মানবিক পার্টি এর শাখা সমূহ হিসেবে থাকবে - যুব মানবিক, স্বেচ্ছাসেবক মানবিক ,মহিলা মানবিক ,জাতীয় শ্রমিক মানবিক , কৃষক মানবিক , আইনজীবী মানবিক , নৌ শ্রমিক মানবিক ,মটর শ্রমিক মানবিক ,ওলামা মানবিক ,ছাত্র মানবিক ,যুব মহিলা মানবিক ও আইনজীবী সহকারী মানবিক । সাংবাদিক নূর হোসাইন জানান -জিগীষা মানবিক পার্টির বর্তমানে কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার হবে তার নিজ বাড়িতে যার ঠিকানা - বাড়ি নং ১২ , সাংবাদিক নূর হোসাইন রোড, আহমেদনগর , গাবতলী, দারুস সালাম থানা, ঢাকা- ১২১৬ । জানা যায় সাংবাদিক নূর হোসাইন দৈনিক নিরপেক্ষ সংবাদ পত্রিকা দিয়ে ২০১২ সালে তার সাংবাদিকতা শুরু করেন এরপরে দৈনিক অন্য দিগন্ত, দৈনিক রূপবানি, দৈনিক নতুন দিন, সাপ্তাহিক অপরাধ সন্ধানে, দৈনিক বাংলা ডাক, দৈনিক বাংলাদেশের আলো ,দৈনিক ঢাকা প্রতিদিন, দৈনিক নব চেতনা, দৈনিক আমার সংবাদ ও দৈনিক গণকন্ঠ পত্রিকায় সুনামের সহিত তিনি সাংবাদিকতার দায়িত্ব পালন
করেন ,বর্তমানে তিনি দৈনিক নতুন দিন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন পাশাপাশি দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার বরিশাল বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন । সাংবাদিকতায় আসার আগে তিনি ছাত্র জীবন থেকেই শিক্ষকতা করতেন । সাংসারিক জীবনে এসে তার পড়া লেখা বন্ধ হয়ে যায় ,বর্তমানে তিনি পড়ালেখা আরো এগিয়ে নিতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এ সাংবাদিকতা বিষয় নিয়ে অধ্যায়ন করছেন । তিনি জানান যতদিন বেঁচে থাকবে ততদিন জ্ঞান অর্জনের লক্ষ্যে এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রয়োজনে বিভিন্ন বিষয়ে তার অধ্যায়ন অব্যাহত থাকবে । সাংবাদিক নূর হোসাইন আরো বলেন শিক্ষা অর্জনের কোন বয়স নেই, শিক্ষার কোন শেষ নেই, জন্ম থেকে শিক্ষা অর্জন শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করা যায় এটাতেই আমি বিশ্বাসী । তিনি আরো বলেন যেকোনো কিছু করতে ইচ্ছা শক্তি থাকতে হয় আর ইচ্ছা শক্তি সেই কাজে সফলতা এনে দেয়, সেটা হোক অতি দ্রুত বা অনেক দেরিতে তাই তিনি বাংলাদেশের সকলের কাছে দোয়া কামনা করেন তিনি যেন মানবিক বাংলাদেশ করার লক্ষ্যে যে পার্টি নিয়ে যাত্রা শুরু করেছেন তা সফল করতে পারেন । তিনি আরো জানান তার সংগঠনের পতাকা হবে লাল সবুজ , লাল অংশে জিগীষা মানবিক পার্টি সাদা রং এ লেখা থাকবে এবং উপরে বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখে দুই পাশে পার্টি স্লোগান হিসেবে জয় মানবিক- জয় হোক মানবতার এই দুইটি স্লোগান লেখা থাকবে এবং সবুজ অংশে ঝর্ণা কলম লোগো সংগঠনের প্রস্তাবিত মার্কা হিসেবে থাকবে । তিনি আহ্বান জানান মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের সকল মানবিক নাগরিকদের তার পার্টিতে যোগদান করার জন্য ।