মহানবীকে কটুক্তির  প্রতিবাদে  রূপগঞ্জে বিক্ষোভ মিছিল-সভা

মহানবীকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল-সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: শাকিল ভূইয়া:


বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান- এমন স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও তারাবো পৌরসভার বরপা এলাকায় মুসল্লিরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক কটুক্তির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। রাসুল (সা.) এর বিরুদ্ধে কটুক্তি করায় হাজার হাজার মুসল্লি রাজপথে নেমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা বাস স্ট্যান্ড থেকে কর্ণগোপ এলাকা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে আরো একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিল পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মাদ (সা.) এর বিরুদ্ধে কটূক্তি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ভারতের উগ্রবাদ হিন্দুত্ববাদী ভারতের সংখ্যালঘুদের জন্য বিপদজনক। রাসুল (সা.) এর বিরুদ্ধে এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আমাদের প্রতিবাদ করতে হবে নিয়মতান্ত্রিক ও শান্তি পূর্ণভাবে। ইসলাম শান্তির ধর্ম। সেটাও প্রতিবাদের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ধর্ম প্রাণ মুসলমানদের ভারতীয় পণ্য বয়কটের আহবান জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে। ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে আমরা এই ২ নেতার সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।