গ্লোবাল সিকিউরিটি এক্সচেঞ্জ সেমিনারে মেজর অবঃ নুরুল মান্নান
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
বিশেষ প্রতিনিধি, কুলাউড়া,মৌলভীবাজার থেকে:
গ্লোবাল সিকিউরিটি এক্সচেঞ্জ এর বার্ষিক সেমিনারে যোগ দিলেন হাজীপুর সোসাইটি কুলাউড়া ও পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের সভাপতি মেজর অবঃ নুরুল মান্নান চৌধুরী।
আমেরিকার ফ্লোরিডার অরল্যান্ডো তে ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অনুষ্ঠান আজ শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সানা মারিন এছাড়াও সেমিনারে উপস্থিত হন বিশ্বের নিরাপত্তা শিল্পের সাথে জড়িত নেতৃত্বস্থানীয় ব্যাক্তিবর্গ।এই সেমিনারে সাইবার অপরাধ রোধ এবং সরকারি ও বেসরকারি সেক্টরে নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও সেমিনারে প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করে ভবিষ্যত পৃথিবীকে নিরাপদ রাখার উপর গুরুত্ব আরোপ করে বক্তারা বক্তব্য রাখেন।