বিএফইউজে'র সভাপতি রুহুল আমিন গাজী'র মৃত্যুতে পলিটিকাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের শোক
নিজস্ব প্রতিবেদক - বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী'র মৃত্যুতে পলিটিকাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আলম ও সাধারণ সম্পাদক মো. মহসিন হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, রুহুল আমিন গাজী ছিলেন সকল স্বৈরশক্তির বিরুদ্ধে নির্ভীক কলম সৈনিক। সাংবাদিক সমাজের দাবী আদায়ের লড়াই সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে । তার মৃত্যুতে আমরা একজন পেশাদার সাংবাদিক ও নির্ভীক নেতা কে হারালাম। উল্লেখ্য, রুহুল আমীন গাজী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।