![বগুড়া জেলা যুবদল, সেচ্ছাসেবক দলে, ছাত্রদলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত বগুড়া জেলা যুবদল, সেচ্ছাসেবক দলে, ছাত্রদলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr1XAmeXnZl9pwovH-6m8k-XNRVgdWwLJ0WThNqKPPzJxQlNoR9XV_JGfkKldBQqsNL9tjPFU0SWir4-zOpHopPhOpXBemxkcPEw8MAYkFDItX16X-Ad_guQyCU8PSM6zsTHfDkhHBcdfN8162i3lcZMA7hpoXZMhFf6qCoRwzIzyaVLPGkMW07YSMk_-m/s320/IMG-20240916-WA0001.jpg)
বগুড়া জেলা যুবদল, সেচ্ছাসেবক দলে, ছাত্রদলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, বগুড়াঃ বগুড়া জেলা ও শহর যুবদলের, ছাত্র দলের সেই সাথে জেলা সেচ্ছাসেবক দলের আংশিক কমিটি গঠনের ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উক্ত কমিটি গঠনের উদ্যোগে গতকাল বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি জেলা বিএনপির সাইফুল ইসলাম, বেগম খালেদা জিয়ায় উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী ছালাম, সহ বর্তমান আংশিক কমিটির জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক আবু হাসান শহর যুবদলের মমি জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল সাধারণ সম্পাদক শুভ জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সাধারণ সম্পাদক পলাশ শহর ছাত্র দলের সভাপতি এসএম রাঙ্গা সাধারণ সম্পাদক আতিকুর সহ আরো অনেকেই। সংশ্লিষ্ট সংগঠণের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি গুলো অনুমোদন করেছেন। যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান হয়েছে বগুড়া জেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমকে সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী সদস্য সচিব আবু হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়াও আহসান হাবিব মমিকে সভাপতি এবং আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক করে শহর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেছেন।
এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হাবিবুর রহমান সন্ধানকে সভাপতি এবং এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদল এবং বগুড়া শহর শাখায় এসএম রাঙ্গাকে সভাপতি ও আতিকুর রহমান রিমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। উভয় কমিটি ২ সদস্য বিশিষ্ট করা হয়েছে। উভয় কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সরকার মুকুলকে সভাপতি, রাকিবুল ইসরাম শুভকে সাধারণ সম্পাদক এবং সাইদুল ইসলামকে সাংগঠনিসক সম্পাদক করে এই কমিটি ঘোষনা করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন করার একদিন পরে বগুড়ায় সকাল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।