শ্রীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনার শীর্ষে মসিউর রহমান মামুন
মোফাজ্জল হোসেন :
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদের পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনার শীর্ষে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন। শ্রীনগর উপজেলার সর্ব স্তরের মানুষ তাকে গুরুত্বপূর্ণ স্হানে পেতে চায়।শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখে একথা শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মসিউর রহমান মামুন ভাইকে আমরা পেতে চাই। বিগত উপজেলা নির্বাচনে তৃণমূল নেতা কর্মীদের ভোটে নির্বাচিত হয়ে ও আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। পরে বিদ্রোহী প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে শ্রীনগর আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনকে পরাজিত বিপুল ভোটে নির্বাচিত হন।আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তিনি রাজনীতি থেকে বিরত থাকেন।সম্প্রতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী প্রার্থীদের ক্ষমা করে তাদের দলের জন্য নিবেদিত হয়ে নেতা কর্মীদের নিয়মিত কাজ করার জন্য অনুরোধ করেন। যার ফল শ্রুতিতে এবার শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে অংশ গ্রহন করে নির্বাচিত হই। শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন করার জন্য এম রহমান কমপ্লেক্সে নেতাকর্মীরা তাকে কয়েকদফা আলোচনা সভা করে। এ সময় মসিউর রহমান মামুন বলেন, তবে শ্রীনগর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য পাঁচ শতাধিক ও বেশি লোক আমাকে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে দেখতে চায়।আমি শ্রীনগর উপজেলার সকল আওযামীলীগের নেতাকর্মীসহ দল-বল নির্বিশেষে জনগণের নিকট দোয়া চাই। শ্রীনগর উপজেলার রাস্তা ঘাট হাট বাজারে চায়ের দোকানে জনগনের মুখে একই নাম মসিউর রহমান মামুন ভাই।বাড়ৈগাঁও তন্তর বাজারে চায়ের দোকানদার আবু তালের বলেন, মসিউর রহমান মামুন ভাই হল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনরায় যোগ্য প্রার্থী। বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, এই বিদ্যালয় টি স্থপতি হয়েছিল ১৯৭২ সনে অথচ বিদ্যালয়ে নামে কোন জায়গায় ছিল না ৫৩ বছর পর উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন ভাইয়ের সর্বাত্মক চেষ্টায় বিদ্যায়টির রেজিস্ট্রার কাজ সমাপ্ত হল এমনকি বিদ্যুালয়টির ভবনের কাজটি ও তার চেষ্টায় হয়েছে। শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা ঘাট শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের অগনিত নতুন ভবনের কাজ সমাপ্ত করেন। এমনকি তিনি হাসারা কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন।
মোঃ মসিউর রহমান মামুন আরও বলেন, এই পাঁচ বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন কালীন সরকারি কোন জায়গা দখল করিনি,কারও বিরুদ্ধে মামলা করিনি এমনকি সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক কে প্রশ্রয় দেয়নি।আমি যদি পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি শ্রীনগর উপজেলাকে মাদকমুক্ত ও সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।