রূপগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ৭ই মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রূপগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা ও ৭ই মার্চের ভাষণ, চিত্রাংকন, কবিতা, দেশবোধক গান ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমান উল্লাহসহ আরো অনেকে।
পরে বিজয়ী প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।