কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শুরু

কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শুরু


মিজানুর রহমান সোহেল বাঙালীঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফশীলকে সামনে নিয়ে বিভিন্ন প্রার্থীরা ইতোমধ্যে প্রচার প্রচারণায় মাঠ গরম করতে শুরু করেছেন। 

এরই মধ্যে লক্ষীপুরের কমলগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যানসহ ৮ জনের নাম মাঠে ময়দানে শোনা যাচ্ছে। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যানসহ ৮ জনের নাম শোনা যাচ্ছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সহ ৪ জনের নাম শোনা যাচ্ছে। 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন রমজানের রোজার পর ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অনুষ্ঠিত হবে কমলনগর উপজেলা পরিষদ নির্বাচন। এমনি ধারণাকে সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এমনটায় জানা গেছে। 

কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মেজবা উদ্দিন আহম্মেদ বাপ্পি।কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু। উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেবেকা মহসিন।উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আহছান উল্যাহ হিরণ। জেলা সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রহমান দিদার।উপজেলা আওয়ামিলীগ সদস্য বাবুল মিয়া।সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি নুরনবী চৌধুরী। তবে কমলনগর উপজেলা বিএনপির দুই নেতা  উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন এমনটায় শোনা যাচ্ছে। 

এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতোমধ্যে জানান দিয়েছেন। যে সকল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন কমলনগর  উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান যুবনেতা ওমর ফারুক সাগর,আলাউদ্দিন সবুজ,মাওলানা ইস্রাফিল,ইব্রাহিম বাবুল মোল্লা, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ,এ পদে প্রার্থী আরো ২/১ জন বাড়তে পারে এমনটায় জনিয়েছেন এ জনপদের ভোটাররা।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন কমলনগর উপজেলার বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি,সাজেদা আক্তার,সাহিদা বেগম,ফাতেমা আক্তার সাথী।