শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের নির্বাচনী গণ সংযোগ
শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
মোফাজ্জল হোসেনঃ
মুন্সিগঞ্জ ১ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে গোলাম সারোয়ার কবিরের নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়।
কবির ভাইয়ের সালাম নিন,ট্রাক মার্কায় ভোট দিন। এই শ্লোগান দিয়ে
গতকাল বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার সরকারি শ্রীনগর কলেজ মাঠে এই নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এই গনসংযোগে অংশ নেন শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার আপামর জনসাধারণ।
শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে ছিল আটপাড়া, শ্রীনগর, পাটাভোগ, বাঘড়া,কুকুরটিয়া,তন্তর,,বীরতারা,হাাঁসাড়া,বাড়ৈখালী, ষোলঘর,শ্যামসিদ্ধি,কোলাপাড়া,ভাগ্যকুল,রাঢীখাল,ইছাপুরা , মধ্যপাড়া,জৈনসার,মালখানগর, বাসাইল,রশুনিয়া,কোলা,কেয়াইন,বয়রাগাদী,লতব্দী,বালুচর ইউনিয়নের নেতাকর্মী সহ আগত প্রায় ১ লাখের ও বেশি মানুষের উপস্থিতি ছিল।
এই গণসংযোগ যেন জন সমুদ্রে পরিনত হয়েছে।