নরসিংদী মনোহরদীতে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) যোগদান
জে এম. শাহজাহান মোল্লা :
নরসিংদী মনোহরদীতে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)হিসাবে যোগদান করেন,জনাব হাছিবা খান।তিনি সদ্য বিদায়ী মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রেজাউল করীমের স্থলাভিষিক্ত হন।এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলীর সিদ্ধান্ত নিয়ে এক প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (সিইসি) সে মোতাবেক শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাছিবা খান কে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বদলী করা হয়।দায়িত্ব গ্রহণের পর তিনি (ইউএনও) মনোহরদী ফেইজবুক পেইজের মাধ্যমে জানান যে,এই যোগদানের মাধ্যমে মনোহরদী বাসীদের সেবা করার জন্য একটি সুযোগ পাওয়া গেলো।আপনাদের যে কোন প্রয়োজনে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত।পরিশেষে মনোহরদী উপজেলাকে ঢেলে সাজাতে আপনাদের আন্তরিকতা ও একান্ত সহযোগীতা কামনা করছি।