শ্রীনগরে মোবাইল কোট পরিচালনা করে নগদ ১ লাখ টাকা জরিমানা
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
মোফাজ্জল হোসেন জেলা প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর পুরাতন লঞ্চ ঘাট থেকে শুরু করে গতকাল শনিবার সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত একটানা অবৈধ ব্লগ গেট দিয়ে ফসলী জমি ভরাট করা দায়ে বালু মহল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০, নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এই মোবাইল কোট পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।
আরও অংশ নেন, ষোলঘর ইউনিয়ন ভুমি অফিসের নায়েব আসাদুজ্জামান জামান শ্রীনগর থানার পুলিশ।
সাফফাত আরা সাঈদ বলেন, এই অভিযান চলমান থাকবে।