চন্দ্রগ‌ঞ্জে মু‌ক্তি‌যোদ্ধা‌কে রাষ্ট্রীয় মর্জাদায় দাফন

চন্দ্রগ‌ঞ্জে মু‌ক্তি‌যোদ্ধা‌কে রাষ্ট্রীয় মর্জাদায় দাফন

 


চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) থে‌কে ম‌মিনুল মামুনঃ


লক্ষ্মীপুর সদর উপ‌জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউ‌নিয়‌নের চৌপল্লী আবদুল হক মু‌ন্সি বা‌ড়ির বীর মু‌ক্তি‌যোদ্ধা আবদুল ম‌তিন‌কে রাষ্ট্রীয় মর্জাদায় দাফন করা হয়।

মঙ্গলবার বিকা‌ল ৫টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউ‌নিয়‌নের চৌপল্লী আবদুল হক মু‌ন্সি বা‌ড়ি‌তে বীর মু‌ক্তি‌যোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল ম‌তিনকে রাষ্ট্রীয় মর্জাদায় দাফন করা হয়। এ সময় গার্ড অব অনার প্রদান ক‌রেন লক্ষ্মীপুর সদর উপ‌জেলার ইউএনও মোঃ আ‌রিফুর রহমান, চন্দ্রগঞ্জ থানা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান, চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ (ও‌সি তদন্ত) বেলা‌য়েত হো‌সেন, সাব-ইন্স‌পেক্টর কল্যান ও একদল চৌকস পু‌লিস সদস্যসহ, উত্তর জয়পুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মোঃ মিজ‌ানুর রহমান, ০৮ নং ওয়ার্ড মেম্বার কামাল হো‌সেন, চন্দ্রগঞ্জ থানা প্রাই‌ভেট স্কুল এ‌সো‌সি‌য়েশ‌নের সে‌ক্রেটারী মোঃ ম‌মিনুল হক মামুনসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।