চন্দ্রগ‌ঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্মাননা প্রদান

চন্দ্রগ‌ঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্মাননা প্রদান

 


চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) থে‌কে ম‌মিনুল মামুনঃ


লক্ষ্মীপুর সদর উপ‌জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউ‌নিয়‌নের চৌপল্লী কা‌লিদাস উচ্চ বিদ্যাল‌য়ের সদ্য অবসরপ্রাপ্ত ০৪ জন শিক্ষক‌কে সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার সকা‌লে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউ‌নিয়‌নের চৌপল্লী কা‌লিদাস উচ্চ বিদ্যাল‌য়ের সদ্য অবসরপ্রাপ্ত ০৪ জন শিক্ষক‌কে চৌপল্লী কা‌লিদাস উচ্চ বিদ্যাল‌য়ের এক্স স্টু‌ডেন্ট ফোরাম কর্তৃক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চৌপল্লী কা‌লিদাস উচ্চ বিদ্যাল‌য়ের এক্স স্টু‌ডেন্ট ফোরা‌মের সম্মা‌নিত সভাপ‌তি খোর‌শেদ আলম ফারুক,  বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন  চৌপল্লী কা‌লিদাস উচ্চ বিদ্যাল‌য়ের এক্স স্টু‌ডেন্ট ফোরা‌মের সম্মা‌নিত সাধারণ সম্পাদক এড‌ভো‌কেট ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক না‌সির উ‌দ্দিন মাহমুদ, চৌপল্লী জয়তারা বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর র‌শিদ, পালপাড়া ডি, এম উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক কাজী তাফাজ্জল হো‌সেন, গোপালপুর দ্বা‌রিকা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক হো‌সেন আহাম্মদ, মিরপুর উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ সাহাবু‌দ্দিন।  অনুষ্ঠা‌নে সভাপ‌‌তিত্ব ক‌রেন অনুষ্ঠান প‌রিচালনা ক‌মি‌টির আহবায়ক আবদুর রহমান মিন্টু । অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন এক্স স্টু‌ডেন্ট ফোরা‌মের সম্মা‌নিত সি‌নিয়র সদস্য ফি‌রোজ মাহমুদ বাকি। এ‌তে চৌপল্লী কা‌লিদাস উচ্চ বিদ্যাল‌য়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পরীক্ষীত চন্দ দেবনাথ, ‌সহকারী শিক্ষক মাওলানা ম‌জিব উল্যা, সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ ও সহকারী শিক্ষক ম‌নোহরণ সূত্রধর ম‌হোদয়গণ‌কে বিদায়জ‌নিত সম্মাননা প্রদান করা হয়। এসময় প্রতিষ্ঠা‌নের ছয় শতা‌ধিক শিক্ষার্থী, অ‌ভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।