শ্রীনগরে  ভূমিহীন-গৃহহীনদের জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন

শ্রীনগরে ভূমিহীন-গৃহহীনদের জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন


মোফাজ্জল হোসেন ঃ

শ্রীনগরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় "ক" শ্রেণীর ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে(২য় ধাপ) জমিসহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন উপলক্ষে প্রেস ব্রিফিং  অনুষ্ঠিত হয়েছে।

৭আগস্ট সোমবার বেলা ১টায় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

 সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা   সহকারী কমিশনার(ভূমি)সাফফাত আরা সাঈদ। প্রেস ব্রিফিং এ তিনি জানান, শ্রীনগর উপজেলায় ৪র্থ পর্যায়ে( ২য় ধাপ) বাঘড়া ইউনিয়নে ৫টি, কুকুটিয়া ইউনিয়নর ১৪টি এবং হাসাড়া ইউনিয়নে ২টি সহ মোট ২১টি ভুমিহীন-গৃহহীন পরিবারকে গৃহসহ ২শতাংশ জমি কবুলিয়ত দলিলমুলে নামজারি করে দেয়া হবে। 

আগামী ৯ আগষ্ট  বুধবার মাননীয় প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ে গৃহ সহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের  ভার্চুয়ালি

শুভ করবেন এবং একই সাথে শ্রীনগর উপজেলাকে "ক" শ্রেণীর গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আঃলীগের সভাপতি তোফাজ্জল হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও)ভারপ্রাপ্ত  তাজুল ইসলাম,পাটাভোগ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন,শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এস নাজির হোসেন,শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,সিঃ সহসভাপতি আরিফ হোসেন, 

শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক জাকির লস্কর,কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন জনি,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আছলাম,প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, কার্যকরী সদস্য মান্নান সিদ্দিকী

সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।