শ্রীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শ্রীনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর।



 বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য আটপাড়া ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সিকদার, বিশিষ্ট সমাক সেবক গোলাম মোস্তফা, মো. বাদল মাদবর, হাসেম মোড়ল, প্রধান শিক্ষক মো. হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিএম শাহিন, উপজেলা ছাত্রলীগের ভারপাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাম প্রমুখ। এর আগে সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া এদিন তিনি উপজেলার বাঘড়া স্বরূপচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়, বালাশুর আলম প্লাজা, পূর্ব-মুন্সীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাফিল, তোবারক বিতরণ, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেছেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।