সঠিক তদন্তের দাবী করছে নোমান-রাকিব মার্ডারের অজ্ঞাতনামা গ্রেফতার হওয়া মুরাদের পরিবার

সঠিক তদন্তের দাবী করছে নোমান-রাকিব মার্ডারের অজ্ঞাতনামা গ্রেফতার হওয়া মুরাদের পরিবার


 লক্ষ্মীপুর থেকে মোঃ ইউছুফঃ

 প্রকৃত আসামীদের শাস্তি হোক। কিন্তু নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করে মুক্তির জন্য প্রশাসন সহ সর্ব মহলের হস্তক্ষেপ কামনা করে মুরাদের স্ত্রী, বাবা ও ভাই এবং পাশাপাশি এলাকার সর্ব স্তরের মানুষজন।মুরাদের পরিবার সুত্রে ও সরেজমিন পরিদর্শণ করে জানা যায়, বিগত ২৪ /৪/২৩ ইং তারিখ থেকে ৩০/৪/২০২৩ ইং তারিখ পর্যন্ত অসুস্থ অবস্থায় ঢাকা হলি ফ্যামেলী রেড ক্রিসেন্ট হসপিটালে ভর্তি ছিলো। তার হয়েছে ডেঙ্গু জ্বর। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ইবু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুরাদের অসুস্থতার ছবি দিয়ে দোয়াও চেয়েছেন ঐ সময়। ইউপি সদস্য ইবু বিষয়টি গণমাধ্যমেও নিশ্চিত করেন গত বুধরার বিকালে। তিনি বলেন, ২৩ থেকে ৩০ এপ্রিল মুরাদ ছিলো হাসপাতালে ভর্তি। যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা হয় ২৫ এপ্রিল। প্রকৃত আসামী গ্রেফতার হোক। কিন্তু মুরাদ নিরপরাধ। কিন্তু ষড়যন্ত্রের স্বীকার মুরাদ গ্রেফতার হোন নোমান-রাকিব হত্যা মালায় অজ্ঞাত আসামী হিসেবে।মুরাদ লক্ষ্মীপুর জেলার রামগন্জ্ঞ উপজেলার করপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগের যুগ্ম আহবায়ক। তাছাড়া করপাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ।