শ্রীনগরে রাতে আধারে বসত বাড়ি দখল চেস্টার অভিযোগ

শ্রীনগরে রাতে আধারে বসত বাড়ি দখল চেস্টার অভিযোগ


শ্রীনগর প্রতিনিধঃ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নে প্রাণিমন্ডল হযরত শেখের বাড়ি রাতের আঁধারে দখলে চেস্টার অভিযোগ উঠেছে।এ ব্যাপারে ভুক্তভোগী হযরত শেখ এর পুত্র সোহেল ৬জনের নাম উল্লেখ করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন।অভিযোগ সুত্রে জানাযায় গত ১৩ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ দিকে এঘটনা ঘটে। এ বিষযে ভুক্তভোগী মোঃসোহেল (৩৬)বলেন প্রানী মন্ডল মৌজার আর এস ২১২নংও৫০৬ নং দাগের সাবেক নাল জমিটি ১৪শতাংশ জায়গা আমরা ভোগ দখল করে আসছিলাম ঘটনার দিন একই গ্রামের ( ১)বাবুল শেখ (৫৫), পিতা- মৃত মনসুর আলী শেখ, ২। ফারুক বেপারী (৫০), পিতা- মৃত রমিজ বেপারী, ৩। জমির মোড়ল (৫০), পিতা- মৃত বিসাই মোড়ল, ৪। নূর ইসলাম (২৫), পিতা- শফি মাদবর, ৫। আব্দুল্লাহ (২৫), পিতা- বাচ্চু মোড়ল, ৬। সেলিম (৫৫), পিতা- রবি বেপারী সহ অজ্ঞাত কিছু লোক আমাদের বাড়ি দখলের চেস্টা করে এবং ভাংচুর করে। আমাদের সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে ০২ নং বিবাদী ফারুক বেপারীর হুকুমে উক্ত বিবাদী সহ অন্যান্য বিবাদীরা আমার সম্পত্তিতে থাকা আমার দোচালা টিনের পাটাতনের ঘর ভেঙ্গে ফেলে যেটির অনুমানিক ১,৫০,০০০/- টাকার ক্ষতিসাধন করে। খবর পেয়ে আমার বোন সোহেনা বেগম (৩০),ভাবি মিম্মা আক্তার (৩০), চাচাতো ভাই রমিজ শেখ (৪০), ভাবী আছিয়া খাতুন (৩৮), সহ বাড়ীর অন্যান্য লোকজন ঘটনাস্থলে বিবাদীদের ভাংচুর করতে নিষেধ করে বিবাদীরা আমার বোন ও ভাবীদেরকে এলোপাথাড়ী মারপিট করে, বিবাদী জমির মোড়ল সে সময় আমার ভাবী মিম্মা আক্তারের গলায় থাকা আনুঃসোয়া ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন, ঘটনার ভিডিও ধারনকৃত একটি আইফোন ৬ মোবাইল,আরেক বিবাদী আব্দুল্লাহ আমার বোন সোহেদার গলায় থাকা০১টি ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন, বিবাদী সেলিম আমার ভাবী আছিয়া খাতুনকে হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরে, এসময় বিবাদী সেলিম আমার ভাবীর গলায় থাকায় ০২ ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে জায়, পরবর্তী তে স্থানীয়রা এগিয়ে আমাদের উদ্ধার করে। এব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা
নেওয়া হবে।