ভালুকায়  ইয়াবা ও নগদ টাকা সহ আটক ২

ভালুকায় ইয়াবা ও নগদ টাকা সহ আটক ২


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:


ময়মনসিংহের ভালুকায় ৩৯০০ পিস ইয়াবা ও বিক্রয়ের নগদ ৩ লাখ টাকা সহ   দুই মাদক কারবারিকে আটক করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানার দাপুনিয়া ভাটিপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আকছামুল হক হীরা (৩৫) ও বান্দরবান জেলার লামা থানার সুতাবাদী এলাকার ইউসুফ মিয়ার ছেলে নূর কামাল (২৯)। নূর কামাল উপজেলার উথুরা এলাকার জাকির হোসেন জাহিদ এর বাড়িতে ভাড়া থাকতো।

শুক্রবার (১২-০৫-২০২৩) তারিখ রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় সহকারী পরিচালক মো: কাওসারুল হাসান রনির নেতৃত্বে ভালুকা থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান করে উথুরা এলাকা থেকে  তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩৯০০ পিস ইয়াবা ও বিক্রয়ের নগদ ৩ লাখ জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।