‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে কেন এত বিতর্ক, আলোচিত কে এই অভিনেত্রী
সোমবার, ৮ মে, ২০২৩
‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। এরইমধ্যে ভারতের পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর আগে তামিলনাড়ুতেও এই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে।
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে কেন এত বিতর্ক?
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আইএসে যোগ দেওয়া ধর্মান্তরিত কেরালার নারীদের নিয়ে নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’। সিনেমায় ধর্মান্তরিত নারীর যে সংখ্যা করার দাবি করা হয়েছে, তা নিয়েই বেশি বিতর্ক হচ্ছে।
ধর্মান্তরিত নারীর সংখ্যা নিয়ে আপত্তি তুলেছেন খোদ কেরালার মুখ্যমন্ত্রী পিনারই ভিজয়ন। তিনি বলেছেন, এটা ‘প্রচারণামূলক’ সিনেমা, কোনোভাবেই তার রাজ্যের গল্প নয়।