পাহাড়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ, এলাকায় আতঙ্ক

পাহাড়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ, এলাকায় আতঙ্ক


বান্দরবানের রোয়াংছড়ি থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে রোয়াংছড়ির পাইক্ষ্যংপাড়ার একটি পাহাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সোমবার বিকেলে রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকার একটি পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। তবে কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

তিনি আরও জানান, গোলাগুলির ঘটনায় তারা নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এদিকে ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এর আগে, গত ৭ এপ্রিল রোয়াংছড়ির খাম-তাং এলাকা থেকে কুকিচিনের ৮ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।