ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোনীত হলেন মোঃ তানভীর আহম্মেদ খান
শুক্রবার, ১২ মে, ২০২৩
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোনীত হলেন মোঃ তানভীর আহম্মেদ খান।
ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল ও সাধারণ সম্পাদক তানজীর আহম্মেদ রাজীব এর যৌথ স্বাক্ষরে সোমবার(৮মে) বিকালে ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
পূর্ণঙ্গ ওই কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব জাকির হোসেন শিবলী ও সাধারণ সম্পাদক হিসেবে কে বি এম আসাদুজ্জামান সানা রয়েছেন ।
সহ-সভাপতি পদ পাওয়ার অনুভূতিতে তানভীর আহম্মেদ খান বলেন, ‘বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, আওয়ামী লীগ মানে মুক্তি, শেখ হাসিনা মানে শক্তি’ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছিলাম। স্বেচ্ছাসেবক লীগ এদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। সেই সাথে ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল ও সাধারণ সম্পাদক তানজীর আহম্মেদ রাজীব ভাইদের প্রতি কৃতজ্ঞ।